১) আন্তর্জাতিক নারী দিবস – ৮ মার্চ
২) এবারের নারী দিবসের প্রতিপাদ্য – ” প্রগতিকে দাও গতি”
৩) জাতিসংঘের উদ্যোগে নারী দিবস পালন শুরু হয় – ১৯৭৫ সাল থেকে
৪) নারী ও শিশু নির্যাতন মামলায় সাজা পায় না – ৯৭% আসামি ( প্রথম আলোর ১৫ বছরের ঢাকার নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল জরিপ)
৫) বাংলাদেশে পারিবারিক নির্যাতনের শিকার – ৮৭% নারী
৬) গণপরিবহনে নির্যাতন ও যৌন হয়রানির শিকার হন – ৯৪% নারী (ব্র্যাক গবেষণা)
৭) বাংলাদেশে বাল্যবিবাহ বেড়েছে – ৫৯% ( ইউনিসেফ) ৮) বাংলাদেশ বাল্যবিবাহে বিশ্বে – ৪র্থ ( ইউনিসেফ)
৯) বর্তমানে প্রতি ৫ জন নারীর ১ জনের বিয়ে হয় – ১৮ বছরের আগে
১০) গণপরিবহনে নারীকে নিপীড়নকারী পুরুষের বয়সসীমা – ৪১ থেকে ৬০ বছর ( ব্র্যাক) ১১) সব বয়সী নারীদের জন্য বেশি বিপজ্জনক -২৬ থেকে ৪০ বছর বয়সী পুরুষ ( ব্র্যাক গবেষণা)
১২) টেম্পোকে সবচেয়ে অনিরাপদ বাহন মনে করেন – ৯৬% নারী
১৩) বঙ্গবন্ধুকে রাজনীতির কবি বলেছে – নিউজউইক পত্রিকা
১৪) ” স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো ” কবিতাটি ৭ মার্চ কে নিয়ে লিখেছেন – কবি নির্মলেন্দু গুণ
১৫) ” মুজিব আমার স্বাধীনতার অমর কাব্যের কবি ” বলেছেন – কবি মুহাম্মদ সামাদ
১৬) ” বাঙ্গালির সর্বশ্রেষ্ঠ কাব্য চর্যাপদ নয়, বৈষ্ণব গীতিকা নয়, সোনার তরী কিংবা গীতাঞ্জলী নয়, বাঙ্গালির সর্বশ্রেষ্ঠ কাব্য গীতি হলো ” আর দাবায়া রাখতে পারতে পারবা না ” – ৭ মার্চকে নিয়ে আহমদ ছফা বলেছিলেন এই কথা

১৭) স্বৈরাচার পতন হয়েছিল – ১৯৯০ সালে ১৮) সংবিধানের ১১৯ ধারা মতে সংসদ নির্বাচন নিয়ন্ত্রন ও তত্ত্বাবধান করবে – নির্বাচন কমিশন
১৯) ইসির দায়িত্ব পালনে সরকার সহায়তা করবে সংবিধানের -১২৬ ধারা অনুযায়ী
২০) বহু শিল্পকারখানা রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পররিচালিত হচ্ছে – চীনে
২১) মার্গারেট থ্যাচার ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়েছিলেন – ১৯৭৯ সালে
২২) “নারী ” কবিতার কবি – কাজী নজরুল ইসলাম
২৩) বর্তমানে বাংলাদেশের গ্রামীণ নারীরা – ২ গুণ বৈষম্যের শিকার
২৪) বাংলাদেশে গ্রামাঞ্চলে বসবাসকারী জনসংখ্যা – ৬৫%
২৫) SDG এর টেকসই উন্নয়নের লক্ষ্য – ১৭ টি ও নির্ধারিত লক্ষ্যমাত্রা ১৬৯ টি
২৬) জাতিসংঘের SDG গৃহীত হয় – ২০১৫ সালে, বাস্তবায়িত হবে ২০৩০ সালের মধ্যে
আন্তর্জাতিক
যে সকল দেশের প্রধান নারীরা
২৭) থেরেসা মে ( ব্রিটেনের প্রধানমন্ত্রী), নরওয়ের প্রধানমন্ত্রী – ইরনা সোলবার্গ, এস্তোনিয়ার প্রেসিডেন্ট – ক্র্যাস্তি কাললুলাই, লিথুনিয়ার প্রেসিডেন্ট -দালা গ্রিবোসকাইতো, তাইওয়ানের প্রেসিডেন্ট – সাই ইং ওয়েন, জার্মানির চ্যান্সেলার – অ্যাঙ্গেলা মারকেল, সার্বিয়ার প্রধানমন্ত্রী – আনা ব্রানাবিক, ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট – কলিন্দা গ্রাবার কিতারোভিক, চিলির প্রেসিডেন্ট – মিশেল বাশলে, মাল্টার প্রেসিডেন্ট – মারি লুইস কোলেইরো প্রেকা, মরিশাসের প্রেসিডেন্ট – আমিনাহ গারিব ফাকিম, নেপালের প্রেসিডেন্ট – বিদ্যা দেবী ভান্ডার, মার্শাল আইসল্যান্ডের প্রেসিডেন্ট – হিলদা হেইন, বাংলাদেশের প্রধানমন্ত্রী – শেখ হাসিনা
২৮) সর্ববৃহৎ মুসলিম জনসংখ্যার দেশ – ইন্দোনেশিয়া
২৯) পাপুয়া নিউগিনিতে আঘাত হানা ভূমি কম্পের মাত্রা – ৬.৭, ৭ মার্চ ২০১৮
৩০) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আলোচিত পর্নো তারকা – স্টেফানি ক্লিফোর্ড
৩১) উ. কোরিয়ার নেতা কিম জং উনের সৎভাইকে হত্যা করা হয়েছিল – ” ভিএক্স নার্ভ এজেন্ট ” নামের রাসায়নিক অস্ত্রদ্বারা ৩২) শ্রীলঙ্কার জনপ্রিয় পর্যটন নগরী – ক্যান্ডি
বাণিজ্য :-
৩৩) বিশ্বের শীর্ষ ১০ ধনী – জেফ বেজোস – সম্পদ ১১২ বিলিয়ন, বিল গেটস – সম্পদ ৯০ বিলিয়ন, ওয়ারেন বাফেট -সম্পদ ৮৪ বি., বার্নার্ড আরনল্ট – সম্পদ ৭২ বি., মার্ক জাকারবার্গ – সম্পদ ৭১ বিলিয়ন, অ্যামনসিও ওর্তেগা – সম্পদ ৭০ বি., কার্লোস স্লিম হেলু – সম্পদ ৬৭.১ বিলিয়ন, চার্লচ কোচ – ৬০ বিলিয়ন, ডেভিড কোচ – ৬০ বিলিয়ন, ল্যারি এলিসন – ৫৮.৫ বিলিয়ন ( মার্কিন ম্যাগাজিন ফোর্বস)
৩৪) ২০১৮ সালে নারী বিলিয়নিয়ারের সংখ্যা – ২৫৬ জন
৩৫) আমাজন প্রতিষ্ঠিত হয় – ১৯৯৫ সালের ১৬ জুলাই
৩৬) বিশ্বে বিনিয়োগ গুরু বলা হয় – ওয়ারেন বাফেটকে
৩৭) শীর্ষ ধনীর দেশ – যুক্তরাষ্ট্র, ৫৮৫ জন
৩৮) দ. এশিয়ায় শীর্ষ ধনী দেশ – ভারত, ১২১ জন
৩৯) সারা বিশ্বে ১০০ জন পুরুষের মধ্যে কাজ করার সুযোগ পান – ৭৫ জন, আর নারীরা ৪৯ জন
৪০) সারা বিশ্বে নারী বেকাত্বের গড় হার -৬%