উঃ যকৃত।
২। এন্টিবায়োটিকের কাজ কি?
উঃ জীবাণু ধ্বংস করা।
৩। রেডিও আইসোটোপ কোন রোগ নির্ণয়ে ব্যবহৃত হয়?
উঃ গলগন্ড রোগ।
৪। ভায়াগ্রা কি?
উঃ যৌনশক্তি বৃদ্ধিকারক ঔষধ।
৫। রক্তশুন্যতার অপর নাম কি?
উঃ অ্যানিমিয়া।
৬। নিউমোনিয়া রোগটি কোথায় হয়?
উঃ ফুসফুসে।
৭। আলট্রাভায়োলেট রশ্মি কোন রোগের সৃষ্টি করে?
উঃ চর্ম ক্যান্সার।
৮। কোনটি ম্যালেরিয়া জীবণু বহনকারী মশা?
উঃ এনোফিলিশ।
৯। ইন্টারনেটের মাধ্যমে চিকিৎসা দেওয়ার পদ্ধতিকে কি বলে?
উঃ টেলি মেডিসিন।
১০। বিষাক্ত নিকোটিন কিসে থাকে?
উঃ তামাকে।
১। সুষম খাদ্যের উপাদান কয়টি?
উঃ ৬ টি।
২। হাড় ও দাঁতকে মজবুদ করে কোনটি?
উঃ ক্যালসিয়াম ও ফসফরাস।
৩। চা পাতায় কোন ভিটামিন থাকে?
উঃ ভিটামিন বি কমপ্লেক্স।
৪। ম্যালিক এসিড থাকে কিসে?
উঃ টমেটোতে।
৫। কোন ভিটামিন ক্ষতস্থানের রক্ত পড়া বন্ধ করে?
উঃ ভিটামিন কে।
৬। প্রোটিনের মূল উপাদান কি?
উঃ নাইট্রোজেন।
৭। দুধের রং সাদা হয় কেন?
উঃ প্রোটিনের জন্য।
৮। ভিটামিন ‘সি’ এর রাসায়নিক নাম কি?
উঃ অ্যাসকরবিক এসিড।
৯। কোন খাদ্যে পচন ধরে না?
উঃ মধু।
১০। কচুশাকে কোনটি বেশি থাকে?
উঃ লৌহ।