বিশ্বের বিখ্যাত খাল, প্রণালী ও জলপ্রপাত

প্রশ্নঃ কোন প্রণালী আফ্রিকা মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করেছে?
Ans: জিব্রাল্টার
প্রশ্নঃ জিব্রাল্টার প্রণালী কোন কোন দেশকে পৃথক করেছে?
Ans: মরক্কো ও স্পেন
প্রশ্নঃ Dead Sea কোথায় অবস্থিত? Ans: Israil এবং Jordan এর মধ্যে অবস্থিত
প্রশ্নঃ হিমালয়, আল্পস, ইউরাল কোন ধরনের পর্বত?
Ans: ভঙ্গিল পর্বত
প্রশ্নঃ কোনটি পৃথিবীর বৃহত্তম সমভূমি?
Ans: মধ্য ইউরোপের সমভূমি প্রশ্নঃ Which one is not a man made waterway?/কোন পানিপথটি মানুষের দ্বারা নির্মিত নয়?
Ans: Strait of Gibralter
প্রশ্নঃ ইউরোপে কোন ভূমিরূপটি দেখা যায় না? Ans: মরুভূমি
প্রশ্নঃ মালাক্কা প্রণালীর অবস্থান? Ans: দক্ষিণ পূর্ব এশিয়া
প্রশ্নঃ Which is the deepest lake in the world?/পৃথিবীর গভীর হ্রদ কোনটি?
Ans: Lake Baikal
প্রশ্নঃ উত্তমাশা অন্তিরীপ কোন মহাদেশে অবস্থিত? Ans: আফ্রিকা
প্রশ্নঃ কোন সনে সুয়েজখালের খনন কাজ শেষ হয়?
Ans: ১৮৬৯ সালে
প্রশ্নঃ আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী?
Ans: বেরিং প্রশ্নঃ এর মধ্যে কোন দেশ যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে কাছে?
Ans: রাশিয়া
প্রশ্নঃ পাকিস্তান ও আফগানিস্তান এর মধ্যে যে আন্তর্জাতিক সীমানা চিহ্নিতকরণ রেখা আছে। সেটির নাম কি?
Ans: ডুরাল্ড লাইন প্রশ্নঃ বেরিং প্রণালী কোন দুটো মহাদেশকে পৃথক করেছে?
Ans: আমেরিকা ও এশিয়া
প্রশ্নঃ ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে?
Ans: উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে
প্রশ্নঃ Which is a man made waterway?/কোন পানিপথটি মানুষের দ্বারা নির্মিত?
Ans: Kiel Canal
প্রশ্নঃ এভারেস্ট শৃঙ্গ প্রথম জয় করা হয়-
Ans: ১৯৫৩ সালে
প্রশ্নঃ কোনটি ইরানের মরুভূমি? Ans: দস্ত-ই-লুত
প্রশ্নঃ পানামা খালের মালিকানা কতসালে পানামার কাছে হস্তান্তর করা হয়?
Ans: ১৯৯৯ সালে
প্রশ্নঃ Except one, the rest are names of some of the famous deserts of the world. Identify the one that is not a desert:
Ans: Baikal
প্রশ্নঃ সংযুক্তির পূর্বে উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের সীমানা কোন অক্ষরেখা দ্বারা চিহ্ণিত ছিল? Ans: ১৭° সমান্তরাল
প্রশ্নঃ সমুদ্র সমতল হতে অতি উচ্চ বিস্তীর্ণ ভূমিকে কি বলে?
Ans: মালভূমি
প্রশ্নঃ সুমাত্রাকে মালয়েশিয়া উপদ্বীপ থেকে পৃথক করেছে কোন প্রণালী? Ans: মালাক্কা
প্রশ্নঃ জার্মান আক্রমণ হতে রক্ষা পাওয়ার জন্য ফ্রান্স কর্তৃক জার্মান-ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখা কোনটি?
Ans: ম্যাজিনো লাইন
প্রশ্নঃ প্রথম বাংলাদেশী এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম কোন সালে মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন?
Ans: ২০১০
প্রশ্নঃ ইজিয়ান সাগরের সাথে মর্মর সাগরের সংযোগকারী প্রণালীর নাম-
Ans: দার্দানেলিস প্রশ্নঃ আফ্রিকাকে স্পেন থেকে পৃথক করেছে? Ans: জিব্রাল্টার প্রণালী
প্রশ্নঃ নাগার্নো কারাবাখ কোন দুটি দেশের করিডোর?
Ans: আজারবাইজান-আর্মেনিয়া
প্রশ্নঃ The waterway separating India and Sri Lanka is/ভারতকে শ্রীলঙ্কা হতে পৃথক করেছে কোন পানিপথ?
Ans: Palk Strait
প্রশ্নঃ জিব্রাল্টার প্রণালী কোন দুটিকে যুক্ত করেছে?
Ans: ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর
প্রশ্নঃ Niagara Falls is situated in which of the following country?/নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত?
Ans: যুক্তরাষ্ট্র
প্রশ্নঃ গোবি মরুভূমি কোথায় অবস্থিত?
Ans: মঙ্গোলিয়া
প্রশ্নঃ যুক্তরাজ্যের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে? Ans: বেননেভিস
প্রশ্নঃ গোবি একটি?
Ans: মরুভূমির নাম
প্রশ্নঃ ১৯৪৭ সালে উপমহাদেশ বিভক্তির সময় ভারত ও পাকিস্তানের মধ্যে নিরূপিত সীমারেখা Ans: র্যাডক্লিফ লাইন প্রশ্নঃ পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?
Ans: বৈকাল
প্রশ্নঃ স্ট্যানলি ও লিভিংস্টোন দুটি?
Ans: বিখ্যাত জলপ্রপাত
প্রশ্নঃ Line of control is situated between which two countries?/লাইন অব কন্ট্রোল কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখা?
Ans: ভারত ও পাকিস্তান(India and Pakistan)
প্রশ্নঃ আরব সাগর ও লোহিত সাগরের মধ্যস্থিত প্রণালীর নাম?
Ans: বাব-এল-মান্দেব প্রশ্নঃ আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি?
Ans: পানামা খাল
প্রশ্নঃ পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?
Ans: আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর
প্রশ্নঃ ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে?
Ans: চীন ও ভারত
প্রশ্নঃ সুয়েজখাল কোন বছর উদ্বোধন হয়?
Ans: ১৮৬৯
প্রশ্নঃ হরমুজ প্রণলী সংযুক্ত করেছে? Ans: ওমান উপসাগর ও পারস্য উপসাগর
প্রশ্নঃ কোন প্রণালী ভারত মহাসগরকে দক্ষিণ চীন সাগরের সাথে সংযুক্ত করেছে?
Ans: মালাক্কা
প্রশ্নঃ ধবলগিরি পর্বত কোন দেশে অবস্থিত? Ans: নেপাল
প্রশ্নঃ Adams Peak তীর্থস্থানটি কোথায় অবস্থিত?
Ans: শ্রীলংকায়
প্রশ্নঃ পৃথিবীর কোন সাগরে মানুষ অনায়াসে গা ভাসিয়ে থাকতে পারে? Ans: মৃত
প্রশ্নঃ লাল করিডোর অঞ্চল চিহ্নিত হয় কোন দেশে?
Ans: ভারত