- সর্বনিম্ন বৃষ্টিপাতের স্থান নাটোরের লালপুর ।
- বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের স্থান সিলেটের লালখান ।
- .বাংলাদেশের শীতলতম স্থান সিলেটের শ্রীমঙ্গল
- .বাংলাদেশের উষ্ণতম জেলা রাজশাহী ।
- .বাংলাদেশের শীতলতম জেলা সিলেট ।.
- বাংলাদেশের উষ্ণতম স্থান নাটরের লালপুর ।
- বাংলাদেশের শীতলতম মাস জনুয়ারি ।
- বাংলাদেশের উষ্ণতম মাস এপ্রিল ।
- বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা ২৬.০১৹ সে ।
- গ্রীস্মকালে বাংলাদেশের গড় তাপমাত্রা ২৮৹ সে ।
- শীতকালে বাংলাদেশের গড় তাপমাত্রা ১৭.৭৹ সে ।
- বাংলাদেশ ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের অন্তর্গত ।
- বাংলাদেশের মোট বৃষ্টিপাতে এক পঞ্চমাংশ গ্রীস্মকালে হয় ।
- বাংলাদেশের মোট বৃষ্টিপাতের পাঁচভাগের প্রায় চারভাগ বর্ষাকালে হয় ।
- বাংলাদেশে মোট ঋতু ৬ টি যথা , গ্রীস্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত।
- বাংলাদেশের সতন্ত্র ঋতু বর্ষাকাল ।
- বাংলাদেশের সবচেয়ে বড় দিন ২১ জুন ।
- বাংলাদেশের সবচেয়ে ছোট দিন ২২ ডিসেম্বর
General knowledge
09 Thursday Aug 2018
Posted General knowledge
in