১। বাংলাদেশের সংবিধানের খসড়ার উত্থাপিত হয় – ১২ অক্টোবর ,১৯৭২
বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয় – ১৯৭২ সালের ৪ নভেম্বর।
বাংলাদেশ সংবিধান কার্যকর হয় – ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর ।
২।
বাংলা ভাষাকে পাকিস্তানের গণপরিষদে অন্যতম রাষ্ট্র ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয় – ৯ মে, ১৯৫৪ সালে।
বাংলা এবং উর্দু উভয় ভাষাই পাকিস্তানের রাষ্ট্র ভাষা হিসাবে স্বীকৃতি লাভ করে – ১৬ ফেব্রুয়ারী, ১৯৫৬ সালে।
বাংলাদেশের জাতীয় সংসদে বাংলা ভাষাকে জীবনের সর্বস্তরে ব্যবহারের জন্য আইন পাস হয়- ১৯৮৭ সালে।
।।
৩।যুক্তফ্রন্ট গঠিত হয় – ৪ ডিসেম্বর, ১৯৫৩। যুক্তফ্রন্ট সরকার ভেঙে দেওয়া হয় – ১৯৫৪ সালের ৩০ মে।
।
৪।ভারতীয় উপমহাদেশে সরকারি কাজে ফারসি ভাষা চালু করেন মোগল সম্রাট জাহাঙ্গীর।
উপমহাদেশে ফারসি ভাষার পরিবর্তে ইংরেজি ভাষা চালু করেন লর্ড বেন্টিংক।
।
৫। বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন ফখরুদ্দীন মুবারক শাহ।
বাংলার শেষ স্বাধীন সুলতান ছিলেন গিয়াসুদ্দিন মাহমুদ শাহ। ।
৬। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হলেন – এ, কে, ফজলুল হক
অবিভক্ত বংলার শেষ মুখ্যমন্ত্রী হলেন- হোসেন শহিদ সোহরাওয়ার্দী। অবিভক্ত বংলার শেষ গভর্নর ছিলেন- স্যার এফ বারোজ
।
৭।রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদ “ গঠিত হয়েছিল – ১৯৪৭ সালে
সর্বদলীয় রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় – ২ মার্চ, ১৯৪৮
“সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদ” গঠিত হয়- ৩১ জানুয়ারি, ১৯৫২ সালে।
।
৮। ৬ দফা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় কত তারিখে?
-২৩ মার্চ , ১৯৬৬
লাহোর প্রস্তাব কত তারিখে উত্থাপিত – ২৩ মার্চ, ১৯৪০ ।।
৯।ছিয়াত্তরের মন্বন্তর ( ১১৭৬) হয়েছিল ইংরেজি 1770 সালে
পন্চাশের মন্বন্তর (১৩৫০) হয়েছিল ইংরেজি ১৯৪৩ সালে
।
১০। সংসদ সদস্য/ প্রধানমন্ত্রী হওয়ার বয়স -২৫ বছর রাষ্ট্রপতি হওয়ার বয়স – ৩৫ বছর
প্রধান বিচারপতি ও পিএসসির চেয়ারম্যানের বয়সের শেষ সীমা -৬৭ বছর।
সাধারণ জ্ঞান ( সংবিধান ও ভাষা)
31 Wednesday Oct 2018
Posted General knowledge
in