১। বাংলাদেশে চা নিলাম কেন্দ্র রয়েছে ২টি।
প্রথমটি চট্টগ্রামে আর দ্বিতীয়টি মৌলভীবাজারে।
২। সরকারি চাকুরিতে ১ম কোটা প্রথা চালু হয় ১৯৭২ সালে।
৩। আম গাছকে জাতীয় গাছ ঘোষণা করা হয় ২০১০ সালে। আম গাছের পূর্বে জাতীয় গাছ ছিল বট গাছ।
৪। জাতিসংঘ মিশনের অংশ হয়ে বাংলাদেশ পুলিশ সদস্যরা প্রথম ১৯৮৯ সালে নামিবিয়ায় দায়িত্বপালন করেন।
৫। তেঁতুলিয়া নদীটি ভোলা জেলায় অবস্থিত।
৬। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকে ছায়ানট প্রতিষ্ঠিত হয়।
৭। বাংলাদেশে মোট ২টি সাফারি পার্ক রয়েছে। প্রথমটি কক্সবাজারে আর দ্বিতীয়টি গাজীপুরে।
৮। পার্বত্য চট্টগ্রাম অঞ্চল পূর্বে কার্পাস মহল নামে পরিচিত ছিল।
৯। বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর রাজারবাগে অবস্থিত।
১০। মুক্তিযুদ্ধের সময় শিক্ষামন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ।