✐ অক্ষি গোলকের প্রাচীরের নাম কি ? ✔উ: রেটিনা
✐ অনুচক্রিকার কাজ কি ? ✔উ: রক্ত জমাট বাধায়
✐ অনুচক্রিকার গড় আয়ু কতো দিন ? ✔উ: ১০ দিন
✐ অ্যামাইনো অ্যাসিড ইউরিয়ায় পরিনত হয় কোথায় ? ✔উ: যকৃত এ
✐ আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে কোন জারক রস ? ✔উ: পেপসিন
✐ ইনসুলিন অগ্নাশয়ের কোথায় তৈরী হয় ? ✔উ: বিটা কোষে
✐ একজন বয়স্ক লোক প্রতি মিনিটে কত বার শ্বাস নেয় ? ✔উ: ১২ – ১৮ বার
✐ একজন সুস্থ মানুষের একটি হৃদ কম্পন সম্পূর্ণ হতে কত সময় লাগে ? উঃ ০.৪ সেকেন্ড
✐ একজন স্ত্রী লোক জননকালে প্রতি মাসে কয়টি ডিম্ব উত্পাদন করে ? ✔উ: ১ টি
✐ কিডনীর কার্যকরী একক কী ? ✔উ: নেফরন
✐ কোন অ্যাসিড মানব দেহে অপেক্ষাকৃত বেশি পরিমানে আছে ? ✔উ: HCL
✐ কোন গ্রন্থির রসে রক্তে গ্লুকোজ হ্রাস পায় ? ✔উ: অগ্নাশয়
✐ কোন জিনিস পিত্তের বর্ণের জন্য দায়ী ? ✔উ: বিলিরুবিন
✐ কোন সন্ধিতে সবচেয়ে বেশী Movement হয় ? ✔উ: সাইনভিয়াল সন্ধি
✐ কোন হরমোন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায় ? ✔উ: গ্লোকাগন
✐ কোন হরমোনের অভাবে স্নায়ু ও পেশীর অস্থিরতা বেড়ে যায় ও পেশীর খিচুনী শুরু হয় ? ✔উ: প্যারা থরমোন
✐ কোন হরমোনের প্রভাবে মেয়েদের অঙ্গসৌষ্ঠব বৃদ্ধি পায় ? ✔উ: ইস্টজেন
✐ কোনটি শিশু কালে অপসারণ করলে বামনত্ব হয় ? ✔উ: পিটুইটারি
✐ ক্ষুদ্রান্ত্র এর বিশোসক একক কি ? ✔উ:ভিলাস
✐ খাদ্য দ্রব্য সবচেয়ে বেশি শোষিত হয় পোস্টিক নালীর কোন অংশে ? ✔উ: ক্ষুদ্রান্তে