রোগ ও রোগের কারণ
ভাইরাস ঘটিত ও ব্যাকটেরিয়া সংঘটিত রোগ সমূহ + মনে রাখার উপায়!!!
“এই পোলির মা হার জিত হবে গফুর ও নিপাকে ডাক”
[রোগ গুলোর পাশে ব্র্যাকেটে সংক্ষেপে মনে রাখার অক্ষরগুলো লেখা আছে]
১) এইডস (AIDS) (এ)
২) ইনফ্লুয়েঞ্জা (ই)
৩) পোলিও (পো)
৪) মাম্পস (মা)
৫) হার্পিস (হার)
৬) জলাতংক (জিত)
৭) হাম (হ)
৮) বসন্ত (বে)
৯) গরুর মাউথ ফুড (গ)
১০) বার্ড ও সোয়াইন ফ্লু (ফু)
১১) নিপা (নিপা)
১২) ডেঙ্গু (ডা)
১৩) ক্যান্সার (ক)
ব্যাকটেরিয়া সংঘটিত রোগ সমূহঃ
** ব্যাকটেরিয়া সংক্রান্ত রোগ গুলো সিরিয়াল অনুসারে মনে রাখার উপায়ঃ
“যখন টনি মিএ ধোকা খায় তখন ডা. বিপু হেসে গান করে”
[রোগ গুলোর পাশে ব্র্যাকেটে সংক্ষেপে মনে রাখার অক্ষরগুলো লেখা আছে]
১) যক্ষা (যখন)
২) টাইফয়েড (টনি)
৩) মেনিনজাইটিস (মি)
৪) এনথ্রাক্স (এ)
৫) ধনুষ্টংকার (ধো)
৬) কুষ্ঠ (কা)
৭) ডিপথেরিয়া (ডা.)
৮) বটুলিজম (বিপু)
৯) হুপিংকাশি (হেসে)
১০) গনোরিয়া (গান)
১১) কলেরা (ক)
১২) রক্ত আমাশয় বা ব্যাসিলারী (রে)