প্রশ্ন: উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কী ?
উ: ট্যাকমিটার
প্রশ্ন: ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কী ?
উ: সিসমোগ্রাফ
প্রশ্ন: রঙ্গিন টেলিভিশন থেকে যে ক্ষতিকর রশ্মি বের হয় তাকে কী বলে ?
উ: গামা রশ্মি
প্রশ্ন: দুধের ঘনত্ব কোন যন্ত্র দিয়ে মাপা হয় ?
উ: ল্যাকটোমিটার
প্রশ্ন: টেলিভিশন কে আবিস্কার করেন ?
উঃ জন এল বেয়ার্ড
প্রশ্ন: রেডিও কে আবিস্কার করেন ?
উ: মার্কনি
প্রশ্ন: রেলওয়ে ইঞ্জিন কে আবিস্কার করেন ?
উ: স্টিফেনসন
প্রশ্ন: বাষ্প ইঞ্জিন কে আবিস্কার করেন ?
উ: জেমস ওয়াট
প্রশ্ন: কম্পিউটার কে আবিস্কার করেন ?
উ: হাওয়ার্ড এইকিন
প্রশ্ন: আধুনিক কম্পিউটার কে আবিস্কার করেন ?
উ: চার্লস ব্যাবেজ
প্রশ্ন: পেনিসিলিন কে আবিস্কার করেন ?
উ: আলেকজান্ডার ফ্লেমিং
প্রশ্ন: পারমানবিক বোমা কে আবিস্কার করেন ?
উ: ওপেন হেমার
প্রশ্ন: এটম বোমা কে আবিস্কার করেন ?
উ: অটোহ্যান
প্রশ্ন: মহাজাগতিক রশ্মি কে আবিস্কার করেন ?
উ: রাদারফোর্ড
প্রশ্ন: বংশ গতিবিদ্যার জনক কে ?
উ: মেন্ডেল
প্রশ্ন: হোমিওপ্যাথিক ঔষুধের আবিস্কার করেন কে ?
উ: হ্যানিম্যান
প্রশ্ন: রিলেটিভিটির সুত্র কে আবিস্কার করেন ?
উঃ এলবার্ট আইনস্টাইন
প্রশ্ন: ক্যালকুলাস কে আবিস্কার করেন ?
উঃ নিউটন
প্রশ্ন: আলোর গতির আবিস্কারক কে ?
উ: এ মাইকেলসন
প্রশ্ন: রকেটের সূত্রের আবিস্কারক কে ?
উ: গডার্ড
প্রশ্ন: ইলেকট্রন কে আবিস্কার করেন ?
উ: জন থম্পসন
প্রশ্ন: ল্যাপটপ কী ?
উ: এক ধরনের ছোট কম্পিউটার
প্রশ্ন: বিশ্বের সর্ব প্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি ?
উ: ENIAC
প্রশ্ন: প্রথম কম্পিউটার প্রোগামের রচয়িতা কে ?
উ: লেডী এ্যাডো অগাস্টা
প্রশ্ন: মুক্তা কীভাবে তৈরী হয় ?
উ: ঝিনুকের প্রদাহের ফলে
প্রশ্ন: অ্যাসিড আবিস্কার হয় কবে ?
উ: ১৯৮১ সালে
প্রশ্ন: প্রোটন কণিকা আবিস্কার করেন কে ?
উ: রাদারফোর্ড
প্রশ্ন: আলকাতরা কী থেকে তৈরী হয় ?
উ: কয়লা
প্রশ্ন: নাসা প্রতিষ্ঠিত হয় কত সালে ?
উঃ ১৯৫৮ সালে
প্রশ্ন: নাসার সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উ: যুক্তরাষ্টের ফ্লোরিডায়
প্রশ্ন: মহাকাশে পাঠানো প্রথম উপগ্রহ কোনটি ?
উ: স্ফুটনিক -১
প্রশ্ন: স্ফুটনিক -১ মহাকাশে পাঠানো হয় কবে ?
উ: ১৯৫৭ সালে
প্রশ্ন: পৃথিবীর প্রথম মহাকাশচারী কে ?
উ: উইরি গ্যাগারিন (১৯৬১ সালে)
প্রশ্ন: মহাকাশে গমন কারী প্রথম প্রাণী ?
উ: লাইকা নামের কুকুর
প্রশ্ন: চাদের বুকে প্রথম মানুষ অবতরণ করে ?
উঃ ২১ জুলাই , ১৯৬৯ সালে
প্রশ্ন: চাদের বুকে অবতরণ করা চন্দ্রযানের নাম কী ?
উ: অ্যাপোলো -১১
প্রশ্ন: চাদের বুকে কে প্রথম অবতরণ করে ?
উঃ নীল আর্মস্ট্রং ও এডউইন অল্ড্রিন
প্রশ্ন: মহাকাশে গমনকারী প্রথম মহিলা নভোচারী কে ?
উ: ভ্যালেতিনা তেরেস্কোভা (১৯৬৩)
প্রশ্ন: মঙ্গল গ্রহে পাঠানো মহাকাশ যানের নাম কী ?
উ: পাথ ফাইন্ডার
প্রশ্ন: শনি গ্রহে পাঠানো মহাকাশযানের নাম কী ?
উ: ক্যাসিনি
প্রশ্ন: সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি ?
উ: প্রক্সিমা সেন্টারাই