1. প্রশ্ন: বাংলাদেশের আয়তন কত ?
উঃ ১,৪৭,৫৭০ বর্গ কিঃ মিঃ।
2. প্রশ্ন: আয়তনের দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের স্থান কত ?
উঃ ৯০ তম।
3. প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি?
উঃ বাংলাদেশ।
4. প্রশ্ন: বাংলাদেশের কোন অঞ্চল এবং কতখানি জায়গা নিয়ে বরেন্দ্রভূমি বিস্তৃত?
উঃ রাজশাহী অঞ্চলে প্রায় ৯৩২০ বর্গ কিঃ মিঃ।
5. প্রশ্ন: মধুপুর ও ভাওয়ালের গড় কোথায় অবস্থিত?
উঃ গাজীপুর, ময়মনসিংহ এবং টাঙ্গাইল।
6. প্রশ্ন: মধুপুর ও ভাওয়াল গড়ে আয়তন কত?
উঃ প্রায় ৪৩১০ কিঃ মিঃ।
7. প্রশ্ন: লালমাই পাহাড়ের আয়তন এবং গড় উচ্চতা কত?
উঃ আয়তন ৩৩.৬৫ বর্গ কিঃমিঃ এবং গড় উচ্চতা ২১ মি:
8. প্রশ্ন: বাংলাদেশের পলল সমভুমি এলাকার আয়তন কত?
উঃ প্রায় ১,২৪,২৬৬ বর্গ কিঃমিঃ।
9. প্রশ্ন: পস্নাবন ভুমি এলাকার গড় উচ্চতা কত?
উঃ সমুদ্র পৃষ্ট হতে প্রায় ৯.১৪ মিটার বা ৩০ ফুট।
10. প্রশ্ন: সমুদ্র তল থেকে দিনাজপুরের উচ্চতা কত?
Bangladesh
19 Thursday Sep 2019
Posted General knowledge
in
nice work
LikeLike
Thanks
LikeLike