১. বাংলাদেশের তৈরী প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম
Ans : ব্র্যাক অন্বেষা
২. বাংলাদেশ এবং মিয়ানমারের সমুদ্রসীমা বিরোধ নিস্পত্তি করে কোন সংস্থা
Ans : International Tribunal for the Law of the Sea
৩. বাংলাদেশ সর্বাধিক পরিমান অর্থের পণ্য আমদানি করে
Ans : চীন থেকে
৪. মুজিবনগর সরকারের ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন
Ans : এ এইচ এম কামরুজ্জামান
৫. কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল
Ans : বাঙালী জাতীয়তাবাদ
৬. ১৯৫৪ সালে পূর্ব বাংলা প্রাদেশিক নির্বাচনে যুক্ত ছিলেন না
Ans : নবাব স্যার সলিমুল্লাহ
৭. জুম চাষ হয়
Ans : খাগড়াছড়িতে
৮. চাকমা জনগোষ্ঠীর লোকসংখ্যা সর্বাধিক
Ans : রাঙামাটিতে জেলায়
৯. বাংলাদেশের প্রথম আদমশুমারি হয়
Ans : ১৯৭৪ সালে
১০. বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে কৃষিখাতের অবদান
Ans : ক্রমহ্রাসমান
১১. বাংলাদেশের অন্যতম বিশেষায়িত ব্যাংক
Ans : বাংলাদেশ কৃষি ব্যাংক
১২. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর সংবিধানের কোন ধারায় সকল নাগরিকের সমান অধিকারের কথা বলা হয়েছে
Ans : ধারা ২৭
১৩. বাংলাদেশ ইকোনমিক রিভিউ ২০১৬ অনুসারে বাংলাদেশের শিশু মৃত্যুর হার (প্রতি হাজার জীবিত জন্মে)
Ans : ৩১ জন ; [৩০জন]
১৪. ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদে প্রতিবছর বাংলাদেশের গড় প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষমাত্রা
Ans : ৭.৪%
১৫. ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি ছিল
Ans : ৫.৯২%
১৬. বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয়
Ans : প্রাকৃতিক গ্যাস
১৭. প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা
Ans : চট্টগ্রাম
১৮. নিম্নের মোঘল সম্রাটদের মাঝে কে প্রথম আত্মজীবনী লিখেছিলেন
Ans : বাবর
১৯. ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করা হয় ১৯৬৬সালের
Ans : ফেব্রুয়ারিতে
২০. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান মতে প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদকাল
Ans :৫ বছর
২১. দেশের কোন এলাকাতেই ভোটার হননি এমন ব্যক্তি সংসদ নির্বাচনে
Ans : কোনোভাবেই প্রার্থী হতে পারবেন না
২২. কোনটি স্থানীয় সরকার নয়
Ans : পল্লী বিদ্যুৎ
২৩. আইন প্রণয়নের ক্ষমতা
Ans : জাতীয় সংসদের
২৪. সমাজের শিক্ষিত শ্রেণীর যে অংশ সরকার না কর্পোরেট গরূপে থাকে না কিন্তু সরকারের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে
Ans :সুশীল সমাজ
২৫. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স
Ans : ৩৫ বছর
২৬. বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে কয়টি ভাগে ভাগ করা হয়
Ans :
২৭. টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে কে প্রথম ডবল সেন্ঞ্চুরী করেন
Ans : মুশফিক
২৮. নিচের কোনটি নাগরিকের দায়িত্ব: রাস্তায় ট্রাফিক আইন মেনে চলা
Ans :
২৯. মায়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত আছে
Ans : ৩ টি
৩০. পার্বত্য চট্টগ্রাম শান্তচুক্তি কত সালে স্বাক্ষরিত হয়
Ans : ১৯৯৭
৩১. ড্রাই আইস তৈরিতে ব্যবহার
Ans : কার্বন ডাই অক্সাইড
৩২. ক্যান্সার চিকিৎসায় যে বিকিরন
Ans : এক্স রে
৩৩. ব্যাকটেরিয়া কোষে কোনটি উপস্থিত
Ans : মাইট্রোকন্ডিয়া
৩৪. মস্তিকের ডপোপামিন
Ans : পারকিনসন
৩৫. মৌমাছি পালন
Ans : এপিকালচার
৩৬. ডেঙ্গু ছড়ায়
Ans : এডিস মশা
৩৭. স্টিফেন হকিন্স
Ans : পদার্থবিদ
৩৮. নবায়নযোগ্য শক্তির উৎস
Ans : সমুদ্রের ঢেউ
৩৯. রেফ্রিজারেটরে কমপ্রেসরে কি ব্যবহার করা হয়
Ans :
৪০. পৃথিবীর বারিমন্ডলের জলরাশির শতকরা কতভাগ জল ভুগর্ভ ধারণ করে
Ans :
৪১. বায়ুমণ্ডলের কোন স্তরে বজ্রপাত হয়
Ans : ট্রপোমন্ডল
৪২. নিচের কোন উদ্ভিদ কেবল ম্যানগ্রোভ অঞ্চলে দেখা যায়
Ans : নিপা পাম
৪৩. বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়
Ans : আয়নোস্ফিয়ারে
৪৪. মা এর রক্তে হেপাটাইসিস বি
Ans : জন্মের ১২ ঘণ্টার মধ্যে ভ্যাকসিন ও HHIG শট দিতে হবে
৪৫. প্রাকৃতিত গ্যাসের মূল উপাদান
Ans : মিথেন গ্যাস
৪৬. বীরবল ছদ্মনাম
Ans : প্রমথ চৌধুরী
৪৭. মুনীর চৌধুরীর মুখরা রমণী বশীকরণ
Ans : অনুবাদ নাটক
৪৮. পূর্বাশা পত্রিকার সম্পাদক
Ans : সঞ্জয় ভট্টাচার্য
৪৯. কত সালে মেঘনাদবধ কাব্য প্রকাশ হয়
Ans : ১৮৬১ সালে
৫০. Null and void এর পরিভাষা
Ans : বাতিল
৫১. কোন বানান শুদ্ধ- সঠিক উত্তর নাই
Ans : সঠিক হবে- স্বায়ত্তশাসন
৫২. গিন্নি শব্দ
Ans : অর্ধতৎসম
৫৩. শ্রদ্ধা শব্দের প্রকৃতি প্রত্যয়
Ans : শ্র+√ধা-আ
৫৪. পুষ্পসৌরভ কোন সমাসে
Ans : কর্মধারয় (পুষ্প শোভিত সৌরভ)
৫৫. সূর্য শব্দের সমার্থ
Ans : অর্ক
৫৬. চন্দরা চরিত্রের স্রষ্টা কে?
Ans : রবীন্দ্রনাথ ঠাকুর (শাস্তি)
৫৭. কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন
Ans : রামরাম বসু
৫৮. হ্ম কিভাবে গঠিত
Ans : হ+ম
৫৯. সদ্যোজাত এর সন্ধি বিচ্ছেদ
Ans : সদ্যঃ+জাত
৬০. ব্যক্ত এর বিপরীত শব্দ
Ans : গূঢ
৬১. বাংলা কৃত-প্রত্যয় সাধিত শব্দ
Ans : মোড়ক
৬২. কোনটি সার্থক বাক্যের গুণ নয়
Ans : আসক্তি
৬৩. গঠন অনুসারে শ্রীকৃষ্ণকীর্তন কাব্য মূলত
Ans : প্রেমগীতি
৬৪. সন্ধ্যা ভাষা জরিত
Ans : চর্যাপদ
৬৫. দৌলত উজির বাহরাম খান ছিলেন
Ans : চট্টগ্রাম
৬৬. বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন?
Ans : মিথিলা
৬৭. রোকেয়ার মতিচূর
Ans : প্রবন্ধ
৬৮. কোনটি জসীমদ্দীনের রচনা
Ans : ঠাকুরবাড়ির আঙিনা
৬৯. শুদ্ধ বানান
Ans : ত্রিভুজ
৭০. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি
Ans : ৭টি
৭১. বাবা কোন ভাষা থেকে আগত
Ans : তুর্কি
৭২. আমার ঘরের চাবি পরের হাতে রচিয়াতা
Ans : লালন শাহ
৭৩. মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যগ্রন্থ
Ans : বন্দী শিবির থেকে
৭৪. কাজী নজরুলের অগ্নী-বীনা কাব্যের প্রথম কবিতা
Ans : প্রলয়োল্লাস
৭৫. দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক প্রথম প্রকাশিত হয়
Ans : ঢাকাতে
৭৬. রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ
Ans : শেষ লেখা
৭৭. নদী ও নারী (উপন্যাস) রচিয়তা কে?
Ans : হুমায়ুন কবির
৭৮. কোনটি জলবায়ুর উপাদান নয়
Ans : সমুদ্রস্রোত
৭৯. রামসার সাইট
Ans : টাঙ্গুয়ার হাওর
৮০. জলজ আবহাওয়াজনিত (Hydro-meteorol
ogical Hazards) নয়
Ans : ভূমিকম্প
৮১. বাংলাদেশের পুরাতন ভূমিরূপ
Ans : টারশিয়ারী যুগে
৮২. FCDI – Flood Control, Drainage and Irrigation Project এর উদ্দেশ্য
Ans : উপরের তিনটি
৮৩. বাংলাদেশের জলবায়ু
Ans : ক্রান্তীয় মৌসুমী জলবায়ু
৮৪. কোন জেলায় প্লাইস্টোসিন চত্বর ভূমি আছে
Ans : গাজীপুর
৮৫. পলল পাখা জাতীয় ভূমিরূপ কোথায় গড়ে উঠে
Ans : নদীর নিম্ন অববাহিকায়
৮৬. সেন্দাই ফ্রেমওয়ার্ক ২০১৫-২০৩০
Ans : দুর্যোগ ঝুঁকি হ্রাস কৌশল
৮৭. আফ্রিকার সাব-সাহারা অঞ্চল কি নামে পরিচিত
Ans : সাহেল
৮৮. জেরেমি বেন্থাম কোন দেশের
Ans : যুক্তরাজ্য
৮৯. মূল্যবোধ কি পরীক্ষা করে
Ans : উপরের সবগুলো
৯০. গোন্ডেন মিন (Golden mean)
Ans : দুটি চরম পন্থার মধ্যবর্তী অবস্থা
৯১. ব্যক্তি সহনশীলতার শিক্ষা লাভ করে
Ans : মূল্যবোধের শিক্ষা থেকে
৯২. সুশাসনের কোন নীতি সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে
Ans : জবাবদিহিতা
৯৩. কোন রিপোর্ট এ বিশ্বব্যাংক সুশাসনের সংজ্ঞা দেয়
Ans : শাসন প্রক্রিয়া ও উন্নয়ন
৯৪. UNDP সুশাসন ধারণাটির ব্যাখ্যা দেয়
Ans : ১৯৯৭ সালে
৯৫. কোনটি সুশাসনের উপাদান নয়
Ans : নৈতিক শাসন
৯৬. নিচের কোনটি সংস্কৃতির উপাদান নয়
Ans : মূল্যবোধ
৯৭. শূন্যবাদ অর্থ
Ans : কিছুই না
৯৮. Which period is known as ‘The golden age of English literature?’
Ans : The Elizabethan Age
৯৯. ‘Jacobean Period’ of English Literature refers to—-
Ans : 1603-1625
১০০. Where do the following lines occur in?
‘Alone, alone, all, all alone,
Alone on a wide, wide sea……’
Ans : The Rime of the Ancient Mariner
১০১. ‘For God’s sake hold your tongue, and let me love.’
This line is written by—–
Ans : John Donne
১০২. Who is the author of ‘Man and Superman’?
Ans : G. B. Shaw
১০৩. The most famous satirist in English literature is —–
Ans : Jonathan Swift
১০৪. Of the following authors, who wrote an epic?
Ans : John Milton
১০৫. The literary term ‘euphemism’ means—–
Ans : in offensive expression
১০৬. Who is not a Victorian poet?
Ans : Alexander Pope
১০৭. The play ‘The Spanish Tragedy’ is written by—-
Ans : Thomas Kyd
১০৮. Who among the following Indian writers is a famous novelist?
Ans : R. K. Narayan
১০৯. Which one in the correct indirect narration? ‘Why have you beaten my dog’? he said to me.
Ans : He demanded of me why I had beaten his dog.
১১০. Which word is closest in meaning to ‘Franchise’?
Ans : privilege
১১১. ‘Once in a blue moon’ means—–
Ans : very rarely
১১২. ‘A retired officer lives next door.’ Here the underlined word (retired) is used as a/an—-
Ans : Participle (It’s past participle adjective)
১১৩. Choose the appropriate preposition in the blank of the following sentence:
Eight men were concerned —- the plot.
Ans : in
১১৪. When water —– it turns into ice.
Ans : freezes
১১৫. Which one is the correct antonym of ‘frugal’?
Ans : spendthrift
১১৬. Choose the meaning of the idiom—
‘Take the bull by the horns.’
Ans : To challenge the enemy with courage
১১৭. I still have —- money.
Ans : a little
১১৮. Select the right compound structure of the sentence:
‘Though he is poor, he is honest.’
Ans : He is poor but honest.
১১৯. Tourists — their reservations well in advance if they want to fly to Cox’s Bazar.
Ans : had better get
১২০. The sun went down. The underlined word (down) is used here as a/an—
Ans : adverb
১২১. What is the plural form of the word ‘louse’?
Ans : lice
১২২. Choose the correct sentence:
Ans : He refrained from taking any drastic action.
১২৩. Which one of the following words is in singular form?
Ans : Radius
১২৪. Identify the right passive voice of ‘It is impossible to do this’.
Ans : This is impossible to be done.
১২৫. ‘Mutton’ is a/an—-
Ans : Material Noun
১২৬. ‘Reading is an excellent habit. ‘ Here the underlined word (reading) is a—-
Ans : Gerund
১২৭. Which of the following words is an example of a distributive pronoun?
Ans : either
১২৮. A speech of too many word is called—-
Ans : A verbose speech
১২৯. ‘Strike while the iron is hot.’ Is an example of—
Ans : Adverbial Clause (Here ‘while the iron is hot’ is an adverbial clause)
১৩০. Select the correctly spelt word:
Ans : heterogeneous
১৩১. ‘Among’ is a preposition that is used when— people are involved.
Ans : more than two
১৩২. ফিফা ২০২২ হবে
Ans : কাতার
১৩৩. ওআইসির দাপ্তরিক ভাষা
Ans : তিনটি (আরবি+ইংরেজি+ ফ্রেন্স)
১৩৪. এসডিআইকে বলা হতো
Ans : তারকা যুদ্ধ
১৩৫. কপ-২১এ অংশগ্রহণকারী জাতি
Ans : ১৯৬ (১৯৫দেশ + ইইউ)
১৩৬. রোহিঙ্গারা নাগরিকত্ব হারায়
Ans : ১৯৮২ সালে
১৩৭. অক্টোবর বিপ্লবের নেতৃত্ব
Ans : লেনিন দিয়েছেন
১৩৮. দুই পরাশক্তির মাঝের দেশ
Ans : বাফার স্টেট
১৩৯. পিংপং হচ্ছে
Ans : টেবিল টেনিস
১৪০. বিআরআই প্রস্তাবক
Ans : চীন
১৪১. জাতিসংঘের সহযোগী সদস্য নয়
Ans : আসিয়ান
১৪২. সার্কের সদরদপ্তর
Ans : কাঠমাণ্ডু, নেপাল
১৪৩. ১৯৯৫ গোল্ডেন জুবেলি
Ans : UNO (জাতিসংঘ) (১৯৪৫ সালে প্রতিষ্ঠিত। ৯৫ এ ৫০ বছর)
১৪৪. অ্যামেনেস্টি ইন্টারন্যাশন্যাল
Ans : মানবাধিকার সংগঠন
১৪৫. UNHCR (ইউএনএইচসিআর) সদরদপ্তর
Ans : জেনেভা
১৪৬. ভারতের প্রাচীন রাজনৈতিক দল
Ans : ন্যাশনাল কংগ্রেস
১৪৭. ওজনস্তর রক্ষা বিষয়ক চুক্তি
Ans : মন্ট্রিল প্রোটোকল
১৪৮. নৈরাজ্য হলো
Ans : নব্য মার্কসবাদ
১৪৯. প্রাকৃতিক আইনের উদ্ভব
Ans : জন লক, হবসন হুগো, গ্রেসিয়াস এর লেখনী থেকে
১৫০. ইমপেরিয়ালিজম, দ্য হাইয়েস্ট স্টেশ অব ক্যাপিটালিজম
Ans : লেনিন লিখেছেন
১৫১. গুয়ামের গভর্নর
Ans : অ্যাডি ক্যালভো
১৫২.কোন প্রটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়?
Ans : টিসিপি/IP
১৫৩.কোন চিহ্নটি ইমেইল এর ভিতর থাকবেই?
Ans : @
১৫৪.নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়?
Ans : উইকিপিডিয়া
১৫৫.10101111 এর 1 ‘s কমপ্লিমেন্ট
Ans : 01010001
১৫৬.কোন ধরণের বাস ব্যবহৃত হয়না?
Ans : Dat bus
১৫৭.rom ভিত্তিক প্রোগ্রাম এর নাম কি?
Ans : Firmware
১৫৮.একটি লজিক গেট এর আউটপুট ১ হয় যখন এর ইনপুট ০ হয়। এই গেটটি
Ans : NAND Gate
১৫৯.কোনটি মাইক্রোসফট এর প্রথম প্রোগ্রাম?
Ans : MS DOS
১৬০.ডিস্ক ডিফ্রাগমেনটেশন ব্যবহৃত হয়?
Ans : খারাপ সেক্টর পরীক্ষা করতে
১৬১.কোন সাইট টি কেনা বেচার জন্য নয়?
Ans : google.com
১৬২.কম্পিউটার নেটওয়ার্ক osi মডেল এর স্তর কয়টি?
Ans : ৭টি
১৬৩.কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়?
Ans : অপটিক্যাল ফাইবার
১৬৪.ইমেইল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটোকল কোনটি?
Ans : SMTP
১৬৫.কোনটি সঠিক নয়?
Ans : A.A`=1
১৬৬.এক ওয়ার্ড কত বিট বিশিষ্ট হয় ?
Ans : ১৬
Bangladesh general knowledge
29 Sunday Sep 2019
Posted General knowledge
in