১.পদ্মা সেতু রক্ষণাবেক্ষণ ও টোল আদায় কার্যক্রম পরিচালনায় G-to-G ভিত্তিতে কোন প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে সরকার?
উঃKorea Expressway Corporation (KEC)

২.’Jahan-e Sanat ‘ কোন দেশেভিত্তিক দৈনিক পত্রিকা যা করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সরকারি পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তোলায় বন্ধ করে দেওয়া হয়েছে?
উঃ ইরান

৩.যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনের ‘Running mate’ হিসাবে কে নির্বাচিত হয়েছেন?
উঃকমলা হ্যারিস

৪.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির স্মরণে আগামী ১৫ আগস্ট করোনামুক্ত ব্যক্তিদের কাছ থেকে প্লাজমা সংগ্রহের জন্য ‘Public Health Plasma Center’ উদ্বোধন করতে যাচ্ছে কোন প্রতিষ্ঠান?
উঃগণস্বাস্থ্য কেন্দ্র

৫.রেলপথে কোন দেশকে ট্রানজিট সুবিধা দিতে এ সংক্রান্ত একটি চুক্তি সংশোধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা?
উঃ নেপাল

৬.করোনা ভাইরাস মহামারি জন্য দীর্ঘ বিরতি শেষে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ প্রথম কাদের বিরুদ্ধে মাঠে নামছে?
উঃশ্রীলঙ্কা; ২৪ অক্টোবর ২০২০ দুই দেশের সিরিজ অনুষ্ঠিত হবে

৭.কোভিড-১৯: প্রথম রাশিয়ার উৎপাদিত টিকার নাম কি দেওয়া হয়েছে?
উঃSputnik-5

৮.গম আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
উঃ ৬ষ্ঠ; ৬৭ লাখ টন

৯.দেশের প্রথম এক্সপ্রেসওয়ের কত কিলোমিটার দীর্ঘ?
উঃ ৫৫ কি.মি ; রুটঃ যাত্রাবাড়ী-মাওয়া-ভাঙ্গা

১০.চীনে ‘Excellent Students Award-2020’ পেয়েছেন কোন বাংলাদেশী শিক্ষার্থী?
উঃ মো. রিশাদ ; রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাশ করেছেন