সাধারণ জ্ঞান
🏠 জাতীয় বিষয়াবলী
০১. নিজ দেশের ভেতরে প্রাকৃতিক দুর্যোগের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের সংখ্যার দিক দিয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান কত তম?
উত্তরঃ দ্বিতীয়। (প্রথম – ভারত)।
📎 প্রতিবেদন প্রকাশক সংস্থা – Internal Displacement Monitoring Centre (IDMC), সুইজারল্যান্ড।
📎 প্রতিবেদন প্রকাশ – ২৩ সেপ্টেম্বর, ২০২০.
০২. দেশের মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত কত গুলো আগ্নেয়াস্ত্র বর্তমানে সংগ্রহে আছে?
উত্তরঃ ২৭ হাজার ৬৬২টি (আট শ্রেণি মিলিয়ে)।
📎 সম্প্রতি বাংলাদেশ সরকার এই অস্ত্রগুলো বিক্রি করে দিয়ে নতুন অস্ত্র আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে।
০৩. বাংলাদেশের রাষ্ট্রীয় সমরাস্ত্র কারখানার নাম কী?
উত্তরঃ বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ)।
📎 প্রতিষ্ঠিত – ১৯৭০ সালে; আধুনিকায়ন – ১৯৮২ সালে।
০৪. দেশে বর্তমানে কতটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে?
উত্তরঃ ৬৫ হাজার ৬২৬টি।
০৫. বর্তমান আওয়ামী লিগ সরকার কবে শহরের সুবিধা গ্রামে পৌঁছে দিতে ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্প গ্রহণের কথা জানায়?
উত্তরঃ ২০১৮ সালে।
📎 সম্প্রতি এই প্রকল্পের আনুষ্ঠানিক কাজ শুরু হয়েছে।
০৬. ‘আইনানুযায়ী ব্যতিত জীবন ও ব্যক্তিস্বাধীনতা হইতে কোনও ব্যক্তিকে বঞ্চিত করা যাইবে না’ – কথাটি বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছদে উল্লেখ আছে?
উত্তরঃ ৩২ নং অনুচ্ছেদ।
০৭. বর্তমান বিশ্বের পরিবেশবান্ধব শীর্ষ দশে স্থান করে নেওয়া ২৭টি শিল্প স্থাপনার মধ্যে বাংলাদেশের কতটি পোশাক ও বস্ত্র কারখানা স্থান পেয়েছে?
উত্তরঃ ১৪টি।
📎 বাংলাদেশে পরিবেশবান্ধব কারখানার যাত্রা শুরু – ২০১২ সালে।
📎 দেশে বর্তমানে পরিবেশবান্ধব পোশাক ও বস্ত্র কারখানার সংখ্যা – ১২৫টি।
০৮. এ বছরের সেপ্টেম্বর মাসে কী পরিমাণ পণ্য রপ্তানি হয়েছে?
উত্তরঃ ৩০১.৮৭ কোটি ডলার (প্রবৃদ্ধি – ৩.৫৩ শতাংশ)।
📎 ২০১৯-২০ অর্থবছরে মোট রপ্তানি – ২ হাজার ৭৯৫ কোটি ডলার (প্রবৃদ্ধি – ঋণাত্মক ১৬.৯৩ শতাংশ)।
🌏 আন্তর্জাতিক বিষয়াবলী
০১. কানাডার ইতিহাসে কৃষ্ণাঙ্গ নারী হিসেবে প্রথমবারের মতো কে দেশটির কোনও রাজনৈতিক দলের প্রধান মনোনীত হয়েছেন?
উত্তরঃ অনামি পল।
📎 গত ৩ অক্টোবর তাঁকে ‘গ্রিন পার্টি’ এর প্রধান হিসেবে মনোনীত করা হয়েছে।
০২. ‘পাতাকোনা সৈকত’ কোথায় অবস্থিত?
উতরঃ ভ্যালেন্সিয়া, স্পেন।
📎 স্পেনের রাজধানী – মাদ্রিদ।
০৩. আজারবাইজানের দ্বিতীয় বৃহত্তম শহর কোনটি?
উত্তরঃ গানজা।
📎 সম্প্রতি চলমান নাগোরনো-কারাবাখ উত্তেজনায় আর্মেনিয়া এই শহরে বোমাবর্ষণ করেছে।
০৪. ‘বিশ্ব শিক্ষক দিবস’ কবে পালিত হয়?
উত্তরঃ ৫ অক্টোবর।
📎 বিশ্ব শিশু দিবস – ৫ অক্টোবর।
📎 দিবস প্রতিপাদ্য ২০২০ – “শিশুর সাথে শিশুর তরে, বিশ্ব গড়ি নতুন করে”।
📎 বিশ্ব বসতি দিবস – অক্টোবর মাসের প্রথম সোমবার (২০২০ সালে – ৫ অক্টোবর)।
📎 দিবস প্রতিপাদ্য ২০২০ – “সবার জন্য আবাসন : ভবিষ্যতের উন্নত নগর”।
📎 ১৯৮৬ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে।
📡 বিজ্ঞান ও প্রযুক্তি
০১. কে সর্ব প্রথম কম্পিউটার ভাইরাস সম্পর্কে আলোকপাত করেন?
উত্তরঃ জন ভন নিউম্যান।
📎 কম্পিউটার প্রোগ্রামকে ভাইরাস হিসেবে সম্বোধন করেন – ফ্রেডরিক বি কোহেন।
০২. কোন জাতীয় খাদ্য পাকস্থলীতে অনেকক্ষণ থাকে?
উত্তরঃ স্নেহ জাতীয়।
🏏 খেলাধুলা
০১. সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট দলের কোন খেলোয়াড়কে ইউনিসেফের শুভেচ্ছাদূত করা হয়েছে?
উত্তরঃ মুশফিকুর রহিম।
📎 ইউনিসেফের শিশু অধিকার দূত – মেহেদি হাসান মিরাজ।
🗣 সেরা উক্তি
মানুষ সব সময়েই ছাত্র, মাস্টার বলে কিছু নেই। এটা যে বুঝবে – সে সব সময়ে সামনে এগিয়ে যাবে।
- কনরাড হ্যাল (ফটোগ্রাফি গ্রেট)।