১.’রামায়ণ’- রচিয়তার নাম কি ?
উঃ বাল্মীকি
২. মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে?
উঃ কাশীরাম দাস
৩.দ্রোপদী কে?
উঃ মহাভারতের পাঁচ ভাইয়ের একক স্ত্রী।
৪.প্রাচীনতম মুসলমান কবি?
উঃ শাহ মুহম্মদ সগীর
৫. সপ্ত পয়কর – কার রচনা?
উঃ সৈয়দ আলাওল
৬.তাম্বুল রাতুল(লাল) হইল অধর পরশে -এখানে ‘তাম্বুল ‘ শব্দের অর্থ কী?
উঃ পান
৭.বাংলা সাহিত্যের মধ্যযুগের শেষ কবি?
উঃ ভারতচন্দ্র রায়গুণাকার
৮.পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক?
উঃ সৈয়দ হামজা
৯.টপ্পা কি ?
উঃ এক ধরনের গান
১০.বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি ?
উঃ কৃপার শাস্ত্রের অর্থভেদ
১১. ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়?
উঃ ১৮০১ সালে ।
১২.প্রথম কোন বাঙালি বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করেন?
উঃ রাজা রামমোহন রায়
১৩. শাশ্বত বঙ্গ- গ্রন্থটির রচয়িতা?
উঃ কাজী আব্দুল ওদুদ
১৪. রেখাচিত্র ও চৌচির – কার লেখা ?
উঃ আবুল ফজল
১৫. বাংলা ভাষার প্রথম উপন্যাস কোনটি?
উঃ আলালের ঘরের দুলাল
১৬.পুতুল নাচের ইতিকথা- কার রচনা ?
উঃ মানিক বন্দ্যোপাধ্যায়
১৭. হুমায়ূন আহমেদ- এর প্রথম উপন্যাস কোনটি?
উঃ নন্দিত নরকে
১৮.নদী ও নারী- কার রচনা?
উঃ হুমায়ুন কবির
১৯. বটতলার উপন্যাস- এর লেখক?
উঃ রাজিয়া খান
২০.বাংলা সাহিত্যের আধুনিকতম শাখা কোনটি?
উঃ ছোটগল্প।