বাংলাদেশের খেলাধুলা
(Games in Bangladesh)
খেলাধুলা
১. BKSP প্রতিষ্ঠিত হয় ১৯৮৬ সালে।
ক্রিকেট
১. বাংলাদেশ কবে আইসিসির
অ্যাসোসিয়েট মেম্বারশিপ লাভ করে?
– ১৯৭৭
২. প্রথম আইসিসি ট্রপিতে বাংলাদেশ
দলের অধিনায়ক ছিল –
৩. বাংলাদেশ কত তম আইসিসি কাপ
জয় করে- ৬ষ্ঠ
৪. বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের
অভিষেক কবে? – ১৭মে, ১৯৯৯ সালে।
৫. ক্রিকেটে বাংলাদেশ ওয়ান ডে
স্ট্যাটাস লাভ করে কবে? – ১৫ জুন,
১৯৯৭
৬. একদিনের আন-র্জাতিক ক্রিকেট
ম্যাচে বাংলাদেশ প্রথম হারায়
কেনিয়াকে ১৬মে,১৯৯৮ সালে।
৭. ওয়ান ডে ক্রিকেটে কোন
বাংলাদেশী হ্যাট্টিক করেন? –
শাহদাত হোসেন রাজিব
৮. টেস্ট ক্রিকেটে কোন বাংলাদেশী
হ্যাট্টিক করেন? – অলক কাপালি
৯. ক্রিকেটে বাংলাদেশ টেস্ট
স্ট্যাটাস লাভ করে কবে? – ২৬ জুন,
২০০০
১০. উইজডেন ম্যাগাজিনের ২০০৯
সালের বর্ষসেরা ক্রিকেটার হন কে –
সাকিব
১১. টি২০ বিশ্বকাপ ২০১৪ কোথায় হবে
– বাংলাদেশে
ফুটবল
১. ফুটবল খেলাকে নিয়ে নির্মিত প্রথম
চলচিত্র – জাগো
২. ২০০৯ সালের সিটিসেল সুপার কাপ
চ্যাম্পিয়ন কোন দল – মোহামেডান
৩. ২০০৯ সালের ফেডারেশন কাপ ফুটবল
চ্যাম্পিয়ন কোন দল – মোহামেডান
৪. আগাখান গোল্ডকাপ ফুটবল
প্রতিযোগিতা কখন থেকে শুরু হয় ১৯৫৮
সাল থেকে।
৫. প্রেসিডেন্ট গোল্ডকাপ ফুটবল
প্রতিযোগিতা কখন থেকে শুরু হয় ১৯৮১
সাল থেকে।
৬. ঢাকার প্রথম বিভাগ ফুটবল লীগে
স্বাধীনতাত্তোর সর্বোচ্চ গোলদাতা
শেখ মোঃ আসলাম।
দাবা
১. বাংলাদেশে কত জন গ্রান্ড
মাস্টার রয়েছে? – ৫জন
সাঁতার
১. ব্রজেন দাস কতবার ইংলিশ চ্যানেল
অতিক্রম করেন? – ৬বার
অলিম্পিক
১. অলিম্পিকে প্রথম অংশগ্রহন – ১৯৮৪
সালে (লস এঞ্জেলস)
২. কমনওয়েলথ গেমসে প্রথম অংশগ্রহণ
– ১৯৭৮ সালে
৩. কমনওয়েলথ গেমসে বাংলাদেশের
পক্ষে একমাত্র স্বর্ণ পদক বিজয়ী
শূটার আসিফ (১৭তম কমনওয়েলথ)।
৪. বাংলাদেশ এশিয়ান গেমসে প্রথম
অংশগ্রহণ – ১৯৭৮ সালে
৫. ১ম সাফ গেমস কত সালে হয় – ১৯৮৪
৬. ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন
প্রতিষ্ঠান কয়টি – ৩ টি (ক্রীড়া
পরিদপ্তর, ক্রীড়া পরিষদ, বিকেএসপি)
৭. কুস্তিগীরদের চট্টগ্রামের ভাষায়
কি বলা হয় – বলী
৮. বিকেএসপি কোথায় অবসি’ত –
জিরানী, সাভার
বাংলাদেশের খেলাধুলা
02 Saturday May 2015
Posted General knowledge
in