কখন দলিল সংশোধন করা যেতে পারে?
———————————————————
যখন প্রতারণার মাধ্যমে বা পক্ষসমুহের
পারষ্পরিক ভুলের কারণে কোন চুক্তি বা
অপর কোন লিখিত দলিল সত্যিকার ভাবে
তাদের উদ্দেশ্য ব্যক্ত করে না তখন দলিল বা
চুক্তির যে কোন পক্ষ বা তাদের স্বার্থ
সংশ্লিষ্ট প্রতিনিধি দলিল সংশোধিত
করে নেবার জন্য মামলা দায়ের করতে
পারে। যদি আদালত সুস্পষ্টভাবে প্রমাণিত
দেখতে পান যে দলিল করার সময় প্রতারনা
বা ভুল হয়েছে এবং তা কার্যকরি করার
ব্যপারে পক্ষগনের মুল উদ্দেশ্য ব্যক্ত করতে
অক্ষম তাহলে আদালত তার ইচ্ছাধিন
ক্ষমতাবলে যতদুর পযর্ন্ত তা ৩য় পক্ষ কর্তৃক
সরল বিশ্বাসে এবং মুল্যের বিনিময়ে
অর্জিত অধিকারে হস্তক্ষেপ না করে করা
যায়, ততদুর পর্যন্ত দলিল সংশোধন করতে
পারেন। যাতে করে দলিলটি বা চুক্তিপত্র
টি তাদের সঠিক উদ্দেশ্য ব্যক্ত করতে সক্ষম
হয়।
কখন দলিল সংশোধন করা যেতে পারে
23 Sunday Aug 2015
Posted LAW
in