সাধারণ জ্ঞান – পর্ব
প্রশ্ন : এশিয়ার বৃহত্তম দেশ চীন এবং ক্ষুদ্রতম দেশ
উত্তর : মালদ্বীপ।
প্রশ্ন : উত্তর সাইপ্রাস ও গ্রিক সাইপ্রাসকে বিভক্তকারী সীমান্ত রেখার নাম—-
উত্তর :গ্রিন লাইন।
প্রশ্ন : ইন্ডিয়া হাউস ও বাংলা টাউন ??
উত্তর :লন্ডনে অবস্থিত।
প্রশ্ন :দিয়াগো গার্সিয়া দ্বীপটি—–
উত্তর : ভারত মহাসাগরে অবস্থিত।
প্রশ্ন :নিঝুম দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত ?
উত্তর : মেঘনা নদী।
প্রশ্ন :কক্সবাজারের আদি নাম কী?
উত্তর :বাকুলিয়া।
প্রশ্ন :ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী শিক্ষক কে ছিলেন ?
উত্তর :করুণাকণা গুপ্তা [ইতিহাস বিভাগ]।
প্রশ্ন :মাওয়া-জাজিরা পয়েন্টে নির্মিতব্য পদ্মা সেতু কত তলাবিশিষ্ট ?
উত্তর :দ্বিতল।
প্রশ্ন :বাংলাদেশের প্রথম নারী এএসপি কে ?
উত্তর :ফাতেমা বেগম।
প্রশ্ন :বঙ্গবন্ধু স্কয়ার মনুমেন্ট কোথায় অবস্থিত?
উত্তর :গুলিস্তান পাতাল পথের ওপরে খোলা চত্বরে।
প্রশ্ন :লালসালুর ইংরেজি অনুবাদক কে?
উত্তর :ট্রি উইথআউট রুটস।
প্রশ্ন :’রাতের সব তারাই আছে/ দিনের আলোর গভীরে’—-কথাটি কার ?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন : ‘আমার দেশের পথের ধুলা খাটি সোনার চাইতে খাঁটি’—কথাটি কার ?
উত্তর :সত্যেন্দ্রনাথ দত্ত।
প্রশ্ন : স্বপ্নাতুর কবি বলা হয় কাকে ?
উত্তর : সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীকে।
প্রশ্ন :মালদ্বীপের প্রেসিডেন্টের মেয়াদকাল কত?
উত্তর : পাঁচ বছর।
প্রশ্ন :’গডস আর্মি’ কোন দেশের বিপ্লবী সংগঠন বা গ্রুপ?
উত্তর : মিয়ানমার।
প্রশ্ন :উইনস্টন চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন
উত্তর :ব্রিটেন।
প্রশ্ন : স্টেট ডুমা যে দেশের আইনসভা—
উত্তর :রাশিয়া।
প্রশ্ন :মতামত প্রকাশের স্বাধীনতা কোন ধরনের অধিকার?
উত্তর : সামাজিক।
প্রশ্ন :প্রতি বছর বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে
উত্তর :আঙ্কটাড।
প্রশ্ন :বিশ্বের প্রথম ফিল্ম স্টুডিওর নাম কী?
উত্তর :ব্ল্যাক মারিয়া স্টুডিও।
সিকানদার আবু জাফরের জন্ম কত সালে?
উত্তর :১৯১৯ সালে।
কাজী নজরুল ইসলাম তার ‘অগ্নি-বীণা’ কাব্য কাকে উৎসর্গ করেছিলেন?
উত্তর :বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে।
‘দিয়াগো গার্সিয়া’ দ্বীপটি কোথায় অবস্থিত?
উত্তর :ভারত মহাসাগরে।
এশিয়ান হাইওয়ের দৈর্ঘ্য কত?
উত্তর :১ লাখ ৪১ হাজার কিলোমিটার।